যারা শিবতান্ডব স্তোত্রকে শিখতে চান, কিন্তু শিখতে পারছেন না,তারা অবশ্যই এই ভিডিওর সহায়তা নিতে পারেন। এই ভিডিওতে Purohit Sri Sibaprosad Mukhopadhyay মহাশয় খুব সুন্দরভাবে প্রতিটি শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ পদ্ধতি সহ, শিবতান্ডব স্তোত্রটি পাঠ করতে শিখিয়েছেন। শিব তাণ্ডব স্তোত্রম হল সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় স্তোত্র। এই স্তোত্র রচনা করেছিলেন মহাদেবের পরম ভক্ত রাবণ।
শিবতাণ্ডব স্তোত্র আসলে কি?
শিব তাণ্ডব স্তোত্রম হল সনাতন হিন্দু ধর্মের একটি অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় স্তোত্র। এই স্তোত্র রচনা করেছিলেন মহাদেবের পরম ভক্ত রাবণ । শিব তাণ্ডব স্তোত্রম-এ রাবণ তার অন্তরের সমস্ত ভক্তি ও ভাব উজাড় করে, শিবের তাণ্ডব নৃত্য ও তাঁর অপরিসীম শক্তির বর্ণনা করেছেন।
$ads={1}
শিবতাণ্ডব স্তোত্র পাঠের ফল কি?
এই স্তোত্র পাঠ করলে মন পরিষ্কার হয়,জীবনে নেতিবাচক ভাব দূর হয় এবং ভক্তের চিত্তে এক অদ্ভুত ভক্তিভাব সৃষ্টি হয়। যে বা যারা নিয়মিত এই শিব তাণ্ডব স্তোত্রম পাঠ করেন, তাঁদের জীবনে শিবের আশীর্বাদ বর্ষিত হয়,এই বিষয়ে কোনও সন্দেহ নেই।
কিভাবে শিখবেন শিবতাণ্ডব স্তোত্র?
নীচের ভিডিওতে ক্লিক করে পৌছে যাব Sri Sibaprosad এর ইউটিউব চ্যানেলে । আর শিখে নিন প্রতিটি শব্দকে ভেঙে ভেঙে উচ্চারণ বিধি সহ শিবতান্ডব স্তোত্র পাঠ। ইতিমধ্যেই অনেক ভক্তগণ এই ভিডিওর মাধ্যমে শিবতান্ডব স্তোত্রম শিখে উপকৃত হয়েছেন। এবার আপনার পালা। হর হর মহাদেব।। জয় শিবসম্ভু।।